13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আবার মার্চ মাস থেকেই ১০টাকায় চাল দেয়া কর্মসূচি চালু করছে সরকার

admin
February 22, 2018 7:16 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  আগামী মার্চ থেকে অতি দরিদ্র ৫০ লাখ পরিবার এই চাল পাবে। প্রতি মাসে প্রত্যেক পরিবারকে দেয়া হবে ৩০ কেজি করে চাল। জানালেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, চলতি আমন মৌসুমে ছয় লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নেয় সরকার। ইতোমধ্যে পাঁচ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। বাকিটাও নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করা হবে।

তিনি বলেন, বর্তমানে সরকারের খাদ্যশস্য মজুদ আছে ১৪ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ১০ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল এবং বাকিটা গম।

খাদ্যমন্ত্রী বলেন, ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় হতদরিদ্রদের জন্য ‘খাদ্য বান্ধব কর্মসূচি’ উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা করে(প্রতি কেজি) প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হয়।

তিনি বলেন, ওই বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং পরের বছরের মার্চ ও এপ্রিল এই পাঁচ মাস চাল বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদসহ অধিদপ্তর ও মাঠ পর্যাযের বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা।

http://www.anandalokfoundation.com/