13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে নানা আয়োজনে বসন্ত বরণ

admin
February 13, 2018 5:51 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৩ ফেব্রুয়ারি’২০১৮:  পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়-ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। আর এ বসন্তকে বরণ করে নিতে দেশ জুড়ে ছিলো নানা অনুষ্ঠানের আয়োজন।

ঝিনাইদহেও এর প্রভাব বাদ পড়েনি বসন্তকে বরণ করতে মঙ্গলবার সকাল থকে বিভিন্ন স্কুল-কলজে ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব উদযাপন করা হয়। সকালে শহরের মডার্ণ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এইড নামে একটি সংগঠন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

মনিংবেল চিল্ড্রেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনুর আলম লিটন জানান, প্রতি বছরের ন্যায় এবারও বসন্তবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করে মনিংবেল চিল্ড্রেন একাডেমী। এতে নানা রঙের পোশাকে বিভিন্ন ভাবে সেজে সব বয়সের মানুষ বসন্ত উৎসবে অংশ নেয়।

http://www.anandalokfoundation.com/