13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন আদবানি

admin
March 17, 2017 12:55 am
Link Copied!

নিউজ ডেস্কঃ ভারতের বর্তমান রাষ্ট্রপতি্র মেয়াদ শেষ হচ্ছে এ বছরেই। তাই চলতি বছরের জুলাই মাসেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে হঠাৎ করেই রাজনীতির অন্দরমহলে আলোচনায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির নাম।

ভারতীয় গণমাধ্যম আকারে-ইঙ্গিতে বলতে চাইছে, ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন প্রবীণ এই হিন্দুত্ববাদী নেতা।

গত নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার আগ থেকেই নরেন্দ্র মোদির সঙ্গে আদবানির সম্পর্ক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভালো যায়নি। দলে বা দলীয় রাজনীতিতে অনেকটাই কোণঠাসা ছিলেন আদবানি। বলতে গেলে, রাজনীতির ময়দানের বাইরেই ছিলেন এই নেতা।

এর মধ্যেই হঠাৎ ভারতের গণমাধ্যম খবর ছড়ায়, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে লালকৃষ্ণ আদবানির নাম নাকি প্রস্তাব করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। সম্প্রতি নিজ রাজ্য গুজরাটে সোমনাথ ট্রাস্টের এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি এ প্রস্তাব করেন। ওই বৈঠকে স্বয়ং আদবানি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, বিজেপি নেতা কেশুভাই প্যাটেল প্রমুখ।

রাজনৈতিক মহলের ধারণা, উত্তরপ্রদেশে বিপুল জয়ের পর বিজেপি অনায়াসেই তাদের পছন্দের প্রার্থীকে রাষ্ট্রপতি পদে বসাতে পারবে। তাহলে মোদি কি আদবানিকে একরকম ‘গুরুদক্ষিণা’ দিতে চাইছেন? নাকি পুরোনো দ্বন্দ্বের অবসান ঘটিয়ে নতুন করে পথ চলতে চাইছেন মোদি-অমিত শাহ জুটি।

http://www.anandalokfoundation.com/