13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সাহিত্য পত্রিকা “ঠিকানা”র মোড়ক উন্মোচন

admin
July 30, 2016 11:50 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর: বাংলা সাহিত্যের অন্যতম দুই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখা “ঠিকানা” নামে সাহিত্য পত্রিকা প্রকাশ করেছে।

জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নূর আলম-এর সম্পাদনায় এবং  সাহিত্য পরিষদের প্রকাশনায় শনিবার সন্ধ্যায় সাহিত্য পরিষদের কার্যালয়ে মাসিক সাহিত্য বাসরে “ঠিকানা” নামের ওই অনিয়মিত  সাহিত্য পত্রিকার মোড়ক উণে¥াচন করা হয় । পত্রিকার মোড়ক উণে¥াচন করেন ড.গাজী রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করমদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, সাহিত্য পরিষদের সহ-সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ, কবি ফজলুল হক সিদ্দিকী, সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, গ্রন্থগার সম্পাদক শফিকুর রহমান সেন্টু, সদস্য খন্দকার কামরুল হাসান দিপু প্রমুখ ।

http://www.anandalokfoundation.com/