13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে “নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপননে কৃষকের করণীয়” শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত

admin
September 15, 2018 6:43 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে “নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপননে কৃষকের করণীয়” শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা কার্ড মহিলা সমিতির গবেষণা কেন্দ্রে এই মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুট এর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের প্রফেসর ড. কে এইচ এম নাজমুল হোসেন নাজির।

কার্ড মহিলা সমিতি ও বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের আয়োজনে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সস্প্রসারন অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক জি এম রউফ, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট কুমিল্লার অধ্যক্ষ মজিবুর রহমান, মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, ১১টি ইউনিয়নের চাষীদের পক্ষে সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন,কার্ড মহিলা সমিতির সভাপতি মর্জিনা বেগম। সভায় বক্তরা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্বে শবজি উৎপাদনে বাংলাদেশ ৩য় স্থানে রয়েছেন। তাছাড়া ধান উৎপাদনে ৪র্থ, ছাগল উৎপাদনে ৪র্থ, আম উৎপাদনে ৭ম ও আলু উৎপাদনে ৭ম স্থানে রয়েছে। সভায় কৃষক-কৃষাণী, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/