মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিভিন্ন পরামর্শ সেবা সম্বলিত লিফলেট দিয়ে বাংলাদেশ দূতাবাস পর্তুগালে স্মারকলিপি দিয়েছে পর্তুগাল ছাত্রলীগ।
সোমবার পর্তুগাল ছাত্রলীগের সাবেক ও বর্তমান কর্মীদের সঙ্গে নিয়ে দূতাবাসে এ স্মারকলিপি দেয়া হয়।
দূতাবাসের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজী। করোনাকালীন সঙ্কটে সৃষ্ট বিভিন্ন জটিলতায় দূতাবাসের বিভিন্ন সেবা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসন্তোষের প্রেক্ষিতে এ স্মারকলিপি দেয় পর্তুগাল ছাত্রলীগ।
এসময় রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী দূতাবাসের সেবার মান আরও বাড়াতে দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়া দূতাবাসের বর্তমান সেবা সম্বলিত লিফলেট ছাত্রলীগের কর্মীদের হাতে তুলে দেন রাষ্ট্রদূত।