আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় ঘাস কাটার সময় বজ্রপাতে সুজন শেখ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নেরফুকরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার কুদ্দস শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ফুকরা গ্রামের মাঠে গরুর জন্য ঘাস কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, বজ্রপাতের ওই যুবকের মৃত্যুর খবর পেয়ে আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে খোঁজখবর নিয়ে রির্পোট দিতে বলেছি।