14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথার রাহুতপাড়া স্কুল কেন্দ্রে ভোট দিলেন সাজেদা চৌধুরী

admin
December 30, 2018 4:44 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, আসনের সালথা উপজেলার রাহুতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিলেন নৌকার প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

রবিবার দুপুর ১২টার দিকে গট্টি ইউনিয়নের রাহুতপাড়া কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ছুটে যান উপনেতা। এসময় তার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী ও পুত্রবধূ সাহনাজ খান উপস্থিত ছিলেন।

রাহুতপাড়া ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। ভোট দেওয়ার পর সংসদ উপনেতার মূখে হাসি ফুটে ওঠে।

এসময় উপনেতাকে ভোট কেন্দ্রে পেয়ে উৎফুল্ল হন ভোটাররা।

http://www.anandalokfoundation.com/