ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে মানববন্ধন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃ কুদ্দুছ খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা থানার ওসি তদন্ত কেএম মারুফ হাসান রাসেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিরাজ আলী প্রমূখ।
এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এনজিও সমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় বক্তারা দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
বক্তারা বলেন, আমরা দুর্নীতিতে না বলি। দুর্নীতি করতে কাউকে উৎসাহিত না করি । এজন্য পরিবার থেকে সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে ।আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হব । আমরা সেবা নিবো সেবা দিবার জন্য কোন প্রতিষ্ঠানকে দুর্নীতির সুযোগ দিব না।