14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সারা পৃথিবীতে ভারতের মুসলিমরাই সবচেয়ে সুখে আছে -মোহন ভাগবত

Dutta
October 12, 2020 10:14 am
Link Copied!

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব বিপন্ন নয়; বরং সারা পৃথিবীর মধ্যে কেবল  ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ সব চেয়ে বেশি সুখে আছে। বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

শুধু তা-ই নয়, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান মোহন ভাগবত আরোও বলেছেন যে, ইসলাম ধর্ম পালন করে মুসলিমরা ভারতে সুখে-শান্তিতে বসবাস করছেন, তবে ইসলাম ধর্মের উৎস ভারতে নয়।

জাতীয়তাবাদী পত্রিকা ‘বিবেক’-এ দেওয়া একটি সাক্ষাৎকারে মুসলিম এবং খ্রিস্টানদের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মোহন ভাগবত বলেন, “কোন দেশের মুসলিমরা সবচেয়ে বেশি সুখী? অবশ্যই ভারতের মুসলিমরা। এরকম ঘটনা কি অন্য কোনো দেশ রয়েছে- যেখানে যে ধর্মের উৎপত্তি নেই, সেই ধর্মাবলম্বীরা ক্ষমতায় থেকেছে এবং এখনও সেখানে বসবাস করছে? ভারত ছাড়া এরম আর কোনো দেশ নেই। ইসলামী শাসন ব‍্যবস্থায় রক্তের বন‍্যা প্রবাহিত করার ইতিহাস থাকা সত্বেও, মুসলিমরা এখনও ভারতে রয়েছে। খিস্টানরাও এখনো এখানে রয়েছে। যখন ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ বিভাজিত হয়েছিল, তখনকার ভয়ঙ্কর সাম্প্রদায়িক সহিংস পরিস্থিতি অনুযায়ী ভারত বলতে পারত যে, এখন পাকিস্তান আছে মুসলিমদের জন্য এবং এখানে হিন্দুদের রাজত্ব চলবে। কিন্তু আমাদের সংবিধানে এমন বলা হয় নি। আমাদের সংবিধান সমস্ত মানুষকে একত্র করেছে। এটাই আমাদের স্বভাব। এই স্বভাবকেই হিন্দুত্ব বলে।”

ভাগবত আরোও বলেছেন,”আমরা কার আরাধনা করি তার ওপর নির্ভর করে না আমাদের হিন্দু হওয়া। ধর্ম হল সেটা যা আমাদের একত্রিত করে, আমাদের এগিয়ে রাখে এবং সমাজকে ধরে রাখে। এটি এমন, যা অনুসরণ করা হলে কেউ বৈষয়িক এবং আধ্যাত্মিক সুখ পেতে পারে। আপনার প্রার্থনার উপায় যাই হোক না কেন, জাতীয়তার সঙ্গে পুজোর কোনও সম্পর্ক নেই। আমাদের দেখতে হবে যাতে মৌলবাদ যা মাথাচাড়া দিয়ে উঠছে, তা যেন বাতাস না পায়। আমরা এমন একটি দেশ, যা সেই সময় থেকে অস্তিত্ব রয়েছে- যখন আমরা হিন্দুরাষ্ট্র ছিলাম। আমাদের যা করতে হবে তা হল সংকীর্ণতা এবং দূষিত মনোভাব ত্যাগ। এখানে শীর্ষ স্তরে কর্মরত উচ্চশিক্ষিত এবং শক্তিশালী এমন অনেক মুসলমান এবং খ্রিস্টানরা রয়েছেন, যারা এটা মানেন।”

এরপর কাশি এবং মথুরা মন্দির নিয়ে আরএসএস কোন বিক্ষোভ দেখাবে কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে মোহন ভাগবত বলেন,”আমরা জানি না, কারণ আমরা সেই দল নেই যারা বিক্ষোভ দেখায়। আমরা রাম জন্মভূমি বিক্ষোভ শুরু করিনি। এটা আমাদের সমাজে বহুবছর ধরে চলে আসছিল। আমরা এমন মানুষ, যারা শান্তিপূর্ণভাবে মূল্যবোধের মাধ্যমে হৃদয়ের পরিবর্তন আনয়ন করি। হিন্দু সমাজ কি করবে আমার কোনও ধারণা নেই। আমি কেবল এটুকুই বলতে পারি যে, আমরা আন্দোলন শুরু করব না।”

মোহন ভাগবত আরো বলেছেন,”মহারানা প্রতাপের সৈন্য দলে অনেক মুসলিম সেনা ছিল। তারা মোঘলদের বিরুদ্ধে লড়েছে। এটাই আমাদের ভারতবর্ষ। আমাদের দেশের নাম উচ্চারিত হলে সংহতির কথাই আসে সবার আগে। হিন্দু-মুসলমানের মধ্যে ভেদাভেদ করে কিছু মানুষ। তাদের স্বার্থসিদ্ধির জন্য।”

http://www.anandalokfoundation.com/