জগতের মঙ্গলার্থে প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে প্রায় সাড়ে তিন’শ বছরের পুরনো দেশের ঐতিহ্যবাহী ও গোটা দক্ষিণাঞ্চলের মধ্যে একমাত্র দৃষ্টিনন্দন করা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দিরে বাৎসরিক পূজা ও গ্রামীণ মেলা আজ শনিবার অনুষ্ঠিত হবে। (২২ শে চৈত্র বাংলা, ইংরেজি ৫ই এপ্রিল)। ঐতিহ্যবাহী এ মন্দিরের পূজা ও গ্রামীণ মেলাকে ঘিরে প্রতিবছর গৌরনদীতে উৎসবের আমেজ ছড়িয়ে পরে।
বাৎসরিক পুজা উপলক্ষ্যে মন্দির ও তার পাশ্ববর্তী এলাকাকে আলোক সজ্জায় সজ্জিতসহ বর্নিল সাজে সাজানো হয়েছে। এ ছাড়া মন্দিরের পাশের কয়েকটি সড়কে বসেছে গ্রামীণ মোলা। বাৎসরিক পূজা উপলক্ষে ভারত সহ দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম ঘটেছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ডে অবস্থিত ঐতিহ্যবাহী বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দিরের বাৎসরিক পূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও ভারত, নেপাল সহ দেশের বিভিন্নস্থানের লাখো ভক্তের সমাগম ঘটবে বলে জানিয়েছেন মন্দির কমিটির নেতৃবৃন্দরা। আজ সকাল ৯টায় পূজা আরম্ভ ও চন্ডীপাঠ, দুপুর ১টায় বলিদান, ২টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টায় মন্দিরের সামনে আরতি, রাত ১১টায় বিশ্বশান্তি কল্পে প্রার্থনা, রাত ১২টায় রাতের পূজা ও শিবাভোগ ও রাত ৪টায় প্রসাদ বিতরণ করা হবে।
অন্যান্যবছরের ন্যায় বাৎসরিক পূজা অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের নিরাপত্তা দেয়ার জন্য ইতোমধ্যে মডেল থানা পুলিশের সাথে মন্দির কমিটির নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানার ওসি মো ইউনুস মিয়া বলেন, পুলিশ প্রসাশনের পক্ষ থেকে পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠানে আগত ভক্তদের কঠোর নিরাপত্তা দেয়া হবে।
মন্দির পূজা উদযাপন কমিটির আহবায়ক বিল্টু রঞ্জন সাহা ও সদস্য সচিব সঞ্জয় চক্রবর্তী জানান, দেশের মধ্যে একমাত্র ঐতিহ্যবাহী বার্থী তারা মায়ের মন্দিরটি প্রায় সাড়ে তিন’শ বছরের পুরনো। ইতিহাসের আলোকে বার্থী এলাকার জমিদার প্রয়াত ভুবতী কান্ত বক্সির পুর্ব পুরুষ প্রথমে তারা মায়ের মন্দিরের নামে ৮৬ শতক জমি দান করেন। দেশের একমাত্র ঐহিত্যবাহী তারা মায়ের মন্দিরটি গৌরনদীর বার্থী এলাকায় প্রতিষ্ঠিত হওয়ায় তারই নামানুসারে ওই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়, তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাঁরাকুপি নামের একটি গ্রাম।
বাংলা ১১১১ সালের দিকে বরিশালের বিখ্যাত জমিদার রাম লাল ভট্টাচার্য তারা মায়ের মন্দিরের পাকা ভবন নির্মান করে দিয়েছিলেন। ভারত,নেপালসহ বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলার তারা মায়ের ভক্তদের অনুদানে প্রসিদ্ধ ও সার্বজনীন এ মন্দিরটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
মন্দির পূজা উদযাপন আহবায়ক কমিটির উপদেষ্টা দুলাল চন্দ্র রায় দুলু বলেন, বৃটিশ সরকারের আমলে তারা মায়ের মন্দিরে সেবাইত হিসেবে ছিলেন ভগবান শ্যাননাল ও রমেশ শ্যাননাল। মন্দিরের সেবাইত হিসেবে অজয় চন্দ্র মৈত্র ও সার্বক্ষনিক মন্দিরের পুজার জন্য আরো তিনজন পুরোহিত কাজ করছেন। সূত্রে আরো জানা গেছে, ঐতিহ্যবাহী মন্দিরের আধুনিকায়নের জন্য বরিশালের দানবীর বিজয় কৃষ্ণ দে এবং অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক অ্যাডভোকেট বলরাম পোদ্দারের সার্বিক সহযোগিতা মন্দির ও তারা মায়ের প্রতিমা পুণঃর্নিমাণ করা হয়। ২০১৪ সালের ৫ জুন জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে আধুনিকায়ন ঐতিহ্যবাহী এ মন্দির ও কালী প্রতিমা পুণঃনির্মাণের উদ্বোধন করা হয়।
প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সুরম্য মন্দির পূনঃনির্মানের ফলে ঐতিহ্যবাহী মন্দিরের জৌলুস ফিরে পাওয়ার পাশাপাশি এ মন্দিরটি গোটা দক্ষিণাঞ্চলের মধ্যে একমাত্র দৃষ্টিনন্দন মন্দিরে প্রতিষ্ঠা লাভ করেছে। বাৎসরিক পুজা উপলক্ষ্যে মন্দির ও তার পাশ্ববর্তী এলাকাকে আলোক সজ্জায় সজ্জিতসহ বর্নিল সাজে সাজানো হয়েছে। বাৎসরিক পূজা ছাড়াও,বিশেষ পূজা শনি ও মঙ্গলবার এবং প্রতিদিন ত্রিসন্ধা এ মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। বছরের বারো মাসই ভারত,নেপালসহ দেশের বিভিন্নস্থানের ভক্তদের সমাগম ঘটে থাকে।