14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সরকার ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের পরিকল্পনা গ্রহণ করেছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Rai Kishori
May 23, 2019 10:12 pm
Link Copied!

নেত্রকোনা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) : ভোগাই-কংশ নদীর নেত্রকোনার মোহনগঞ্জ হতে শেরপুরের নালিতাবাড়ি পর্যন্ত নৌপথ খননের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ নেত্রকোনা জেলার পূবর্ধলার জারিয়া ও দুর্গাপুরের ঝাঞ্জাইলে ভোগাই-কংশ নদীর খনন কাজ উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ওয়ারেসাত হোসন বেলাল বীর প্রতীক ও মানু মজুমদার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের পরিবহন সেক্টরে নৌপরিবহন ব্যবস্থা একটি সাশ্রয়ী, আরামদায়ক ও পরিবেশবান্ধব যোগাযোগ মাধ্যম। নাব্যতা সংকটের কারণে ধীরে ধীরে ঐতিহ্যবাহী নৌপথগুলো হারিয়ে যাচ্ছে। নৌপথের নাব্যতা ফিরিয়ে এনে দেশের আবহমান ঐতিহ্য পুনরুদ্ধারসহ আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে বর্তমান সরকার দশ হাজার কিলোমিটার নৌপথ খননের পরিকল্পনা গ্রহণ করেছে।

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, নদীভিত্তিক নৌপথ সমৃদ্ধ হচ্ছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

মোহনগঞ্জ হতে নালিতাবাড়ি পর্যন্ত ১৫৫ কিলোমিটার নৌপথে খনন কাজে ব্যয় হবে ১৩৪ কোটি ৬৪ লাখ টাকা। পাঁচটি কোম্পানি বসুন্ধরা ইনফ্রাস্টাকচার ডেভলাপমেন্ট লিমিটেড, সোনালী ড্রেজার লিমিটেড, বিডিএল-এসআরডিসি, এস এস রহমান-মাতৃবাংলা ও নবারুন ট্রেডার্স লিমিটেড এ খনন কাজ করবে।

http://www.anandalokfoundation.com/