মোস্তাফিজুর রহমান উজ্জল, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ১৭.০৯.২০১৭ ইং রবিবার সকালে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ অবৈধ মালামাল জব্দ করা হয়।
রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ওসমান গণির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এরা হলেন-আইয়ুব আলী জোয়ার্দার পিতাঃ মৃত চাদ আলী জোয়ার্দার ও তার স্ত্রী মোছা: পারভীন আক্তার(৪০) ।
গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়,ওই দম্পতি গোপনে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতেই মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এর পূর্বেও পুলিশের হাতে ধরা পড়ে নিয়মিত মামলা হয়। ৫ দিন জেলে থাকার পর জামিনে বের হয় বলে অভিযুক্ত ব্যক্তিদ্বয় জানান। জেল থেকে বের হয়ে আবারও বিপুল উৎসাহে পূর্বের মাদক ব্যবসা শুরু করে।
উপরুক্ত অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত স্বামী-স্ত্রী উভয়কেই ৮ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অভিযানে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ইনন্সপেক্টর জনাব রাসেল আলী উপস্থিত ছিলেন।