বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে শাহবাগ কবির সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল সঙ্গীত গবেষক ড. ফেরদৌসী আরা, নজরুল গবেষক কৃষিবিদ মোঃ রফিক চৌধুরী, নাগরিক অধিকার বাংলাদেশ এর প্রেসিডেন্ট এবং পরিচালক গবেষণা ও মিডিয়া উইং ড. সৈয়দ আল-আমীন রোমান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, মহানগর উত্তর আওয়ামী লীগরে সহ-সভাপতি মোঃ নাজিমউদ্দিন, এডভোকেট আনিসুর রহমান, নজরুল গবেষক কবি আসাদ মাহমুদ, কবি নজরুল সাহিত্য মঞ্চের চেয়ারম্যান এড. মহিউদ্দিন আহমেদ শাহীন ও উপদেষ্টা জহিরুল আলম নিউটন, মোঃ মোজাহিদ হোসেন (রতন), বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির সহ-প্রচার সম্পাদক মোঃ আলিম, মৌলভীবাজার শাখার সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান, মুন্সিগঞ্জ জেলার সভাপতি হাজী এনায়েত হোসেন মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য পদক’ সর্বোচ্চ আন্তর্জাতিক সাহিত্য বদক প্রবর্তন করতে হবে। সংবিধানে অন্তর্ভূক্ত করে কবি নজরুলকে জাতীয় কবি ঘোষণা করতে হবে। কবির জন্ম ও মৃত্যু দিবসটি সরকারি ছুটি ঘোষণা করতে হবে। ত্রিশাল, দৌলতপুর, তেওতাসহ কবির স্মৃতিধন্য স্থান গুলোতে কবির জন্ম-মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। নজরুল স্মৃতিধন্য ধানমন্ডির কবি ভবনকে আন্তর্জাতিক মানের জাদুঘর স্থাপন করে আন্তর্জাতিক মানের সাহিত্য গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে। মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করে জাতীয় কবির স্বীকৃতি প্রদান করতে হবে।