বেনাপোল প্রতিনিধি: শার্শা সীমান্ত এলাকা থেকে একটি ওয়ান শুটার গানসহ রাসেল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯ টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার শিকারপুর বাজার থেকে শার্শা থানা পুলিশ তাকে আটক করে।
সে শিকারপুর গ্রামের সোহারব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে এক যুবক সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে তার লোকজন নিয়ে শিকারপুর বাজারে পরামর্শ করছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে রাসেল নামে এক জনকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী চালিয়ে কোমর থেকে একটি ওয়ান শুটার গান পাওয়া যায়।
শার্শা থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মামুনর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।