14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে পশ্চিম বঙ্গসরকারের প্রয়াত মূখ্যমন্ত্রীর আপ্তসহকারীর শোকসভা

admin
August 5, 2016 8:18 pm
Link Copied!

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে পশ্চিম বঙ্গসরকারের প্রয়াত মূখ্যমন্ত্রী জ্যোতি বসুর আপ্তসহকারী জয় কৃষ্ণ ঘোষ (জে. কে. ঘোষ)’র শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের ধানুকা গ্রামের জয় কৃষ্ণ ঘোষ’র শোকসভা শুক্রবার সকাল ১০টায় ৫২’র ভাষা আন্দোলনের জেলা কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন শৈলেন্দ্র চন্দ্র দে। উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মাস্টার জালাল উদ্দিন আহম্মেদ, নারায়ন চন্দ্র দে, সত্যঞ্জন দে, বিমল কৃষ্ণ অধিকারী, পূর্ণ চন্দ্র দে, নিখিল চন্দ্র মজুনদার, মুকুল চন্দ্র রায়, মিজানুর রহমান চৌধুরী, সতিশ চন্দ্র দাস, আলী আজগর মিয়া, রতন ঘোষ, অমল অধিকারী, পরান দাস, এ্যাড. আজিজুর রহমান রোকন প্রমূখ।

শোকসভার শুরুতে প্রয়াত জয় কৃষ্ণ ঘোষের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় জয় কৃষ্ণ ঘোষের লেখা স্বরনিকা ও তার ছেলে বেলার জীবনি তুলে ধরেন শোকসভায় বক্তরা।

http://www.anandalokfoundation.com/