অসাধারণ ক্যাচ নিলেন লিটন দাস, বিরাট কোহলি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। মাঠে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর মাথা নিচু করে ধীর গতিতে ছাড়লেন মাথ।
ইনিংসের একাদশতম ওভারের ঘটনা। ওভারের দ্বিতীয় বলেই সাকিব বোল্ড করে দেন রোহিত শর্মাকে। এক বল বিরতি দিয়ে আরও এক উইকেট। এবার লিটন দাসের দুর্দান্ত ক্যাচ।
এক্সট্রা কভারের ফাঁক গলিয়ে বলটা ঠেলে দিতে চেয়েছিলেন কোহলি। লিটন শূন্যে ঝাপিয়ে পড়ে বাজপাখির মতো ছোঁ মেরে তালুবন্দী করে ফেলেন সেই ক্যাচ। কোহলির চোখ তখন ছানাবড়া। কিভাবে কী হলো, কিছুই বুঝে উঠতে পারলেন না।
ধারাভাষ্যকারও প্রশংসা করতে থাকেন লিটন দাসের ক্যাচের। এমনই এক ক্যাচ প্রশংসা না করে উপায় নেই। চোখে লেগে থাকার মতো এই ক্যাচের জন্য লিটনকে অনেকদিন মনে রাখবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।