14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রেল সংযোগ উন্নয়নে সরকারের সাথে জাইকা​র ঋণচুক্তি স্বাক্ষর

পিআইডি
June 28, 2025 4:42 pm
Link Copied!

জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ সরকারের সাথে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।​

 চুক্তির আওতায় জাপানি ওডিএ সহায়তায় প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা ঋণ দিবে জাইকা। জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী এ চুক্তিতে স্বাক্ষর করেন। ​

জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ১৬২ কিলোমিটার দীর্ঘ এ রেললাইন নির্মাণের মাধ্যমে ঢাকা ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগ ও পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাবে। রেললাইনটি নির্মিত হলে, এটি যমুনা রেলসেতুর পূর্ণ সুবিধা কাজে লাগাতে সহায়তা করবে।​

ইচিগুচি তোমোহিদে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং জনাব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী জাপানের জনগণকে বাংলাদেশের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।

http://www.anandalokfoundation.com/