13yercelebration
ঢাকা

রমযানের পবিত্রতা রক্ষায় র‌্যালি

admin
May 17, 2018 8:44 am
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মেহেরপুর জেলা উলামা পরিষদ ও পৌর ইমাম সমিতির উদ্যোগে র‌্যালি বের করা হয়। গতকাল বুধবার বিকালে পৌর ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামানের নেতৃত্বে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে হোটেল বাজার মোড়ে এসে র‌্যালি শেষ হয়।

র‌্যালিতে অন্যদের মধ্যে পৌর ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও সহকারি শিক্ষক সিরাজ উদ্ধীন, জেলা উলামা পরিষদের সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি খাদিমুল ইসলাম, মাওলানা ইয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে হোটেল বাজার মোড়ে মোনাজাত করা হয়। এর আগে রোকনুজ্জামান বলেন দিনের বেলাই পানাহার করা থেকে বিরত থাকা সহ দিনের বেলায় হোটেল রেস্তরা বন্ধ রাখতে হবে। তিনি পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে সকলের প্রতি আহবান জানান।

http://www.anandalokfoundation.com/