শেখ মামুনুর রশিদ, রংপুর অফিসঃ রংপুর মহানগরীর নাচনিয়া বিল নামক স্থানে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে এক জাপানি নাগরিক খুন হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে করেছে। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নগরীর মাহিগঞ্জে এক জাপানি নাগরিক খুন হয়েছে, কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুন হওয়া জাপানি নাগরিকের পরিচয় পাওয়া যায়নি।