আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥ যে খাদ্য অপচয় হয় সেই খাদ্যে বেঁচে যেতে পারে দেশের ক্ষুধার্ত পথ শিশুরা। তাই অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জনসচেতনতায় এক সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
জাপান ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় সাইকেল র্যালিটি বলিদাপাড়াস্থ প্রকৃতি মেডিকপস হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রায় সাড়ে ৪’শ জনের অংশ গ্রহনে সাইকেল র্যালিটি বিরতি দিয়ে কালীগঞ্জ হাসপাতাল গেট, উপজেলা পরিষদ চত্বর, মেইন বাসষ্ট্যান্ডে খাদ্য অপচয়রোধে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধার অতিথির বক্তব্য প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান, কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসারা ড.মামুনুর রশিদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক সংবাদ প্রতিনিধি সাবজাল হোসেন, সাংবাদিক শাহাজান আলী বিপাশ, হাঙ্গার ফ্রি ওয়াল্ডের কোয়াডিনেটর শাহীন আলম, কাজল বিশ্বাস প্রমুখ।