14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে রুপদিয়ায় তিন ভাইয়ের নেতৃত্বে চলছে নানা অনিয়ম

admin
September 1, 2015 7:53 pm
Link Copied!

যশোর প্রতিনিধিঃ যশোরের রূপদিয়ায় আবারো বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসী, চাঁদাবাজ ও সুদখোর খ্যাত তিন ভাইয়ের সম্মিলিত বাহিনী। তাদের তিন ভাইয়ের অত্যাচার থেকে রেহায় পাচ্ছেনা এলাকার ব্যবসায়ী, শিক্ষক, সাধারন মানুষ এমন কি ক্ষমতাশীন দলের নেতা-কর্মীরাও। এ নিয়ে গত এক মাসের মধ্যে তাদের তিন ভাইয়ের নামে যশোর কোতয়ালী মডেল থানায় চাঁদাবাজী, মারপিট, জখম সহ নানা হুমকি-ধামকির মত গুরুতর সব অভিযোগ তুলে ধরে সাধারন ডায়েরী ও লিখিত অভিযোগ করেছে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা, বাংলাদেশ রেলওয়ের রূপদিয়া জংশনের এক কর্মচারী সহ রূপদিয়া বাজারের আরো পাঁচ জন ব্যবসায়ী।

সূত্র জানায়- এলাকায় তিনটি বাহিনীর প্রধান নামে পরিচিত জামাল. কামাল ও জাহিদ। সম্পর্কে তারা তিন জনই আপন ভাই, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের ইউপি সদস্য আবুল খায়ের বিশ্বাসের ছেলে। সম্প্রতি রূপদিয়া বাজারের একাধিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করেন ঐ তিন ভাইয়ের বাহিন।

সূত্র-জানায়, ছাত্রদল থেকে পদ বঞ্চিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেন চাউলিয়া গ্রামের আবুল খায়ের বিশ্বাসের ছেলে জামাল হোসেন। তারপর থেকে তারা তিন ভাই আওয়ামীলীগের ব্যানার ব্যবহার করে নানা অপত্বৎপরাতা চালিয়ে যাচ্ছে একের পর এক। রূপদিয়া এলাকার বিশিষ্ট্য আওয়ামীলীগ নেতা মৃত- আফসার আলীর ছেলে আজিম বিশ্বাস তিন ভায়ের নামে থানায় একটি সাধারন ডায়েরী করেন জিডি নং- ১০৩৪ তারিখ ১৮/০৮/১৫ ইং।

জানাযায়, নরেন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কাস্তেরী এতিম খানায় ১৫ আগস্ট চলাকালে কামাল ও সঙ্গিয় লোক জোন অস্ত্র-সস্ত্র নিয়ে উশৃংখল আচারণ করে। এবং অনুষ্ঠানটি পন্ডু করার চেষ্টা করে। এতে আঃলীগ নেতা আজিম বিশ্বাস বাধ সাধলে তাকে মারপিট, খুন-জখম সহ নানা হুমকি-ধামকি প্রদর্শন করে। পরদিন রূপদিয়া বাজারের কাজী এন্টারপ্রাইজের মালিক কাজী বিল্লালের কাছে তিন বাহিনীর প্রধান জামাল, কামাল, জাহিদ, মোটা অংকের চাঁদা দাবী করে। দাবী পূরণ না হলে তাকে ও তার পরিবারের অন্য সদস্যদের খুন-জখম করার হুমকি প্রদর্শন করে। এ নিয়ে কাজী বিল্লাল তার ও পরিবারের জিবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছে যার নং- ১০৯৭ তারিখ ১৯/০৮/১৫ ইং। এ ছাড়া পূর্ব শত্রুতার জের ধরে জাহিদ, কামাল, ও জামাল চাউলিয়া গ্রামের বাবর আলী বাবরের ছেলে ইমামুল হোসেন কে রূপদিয়া বাজার বটতলা নামক স্থানে একা পেয়ে মারপিট করতে উদ্দত হয় তার চিৎকারে লোকজন ছুটে আসলে প্রকাশ্যে তাকে ও পরিবারের সদস্যদের খুন-জখম ও বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ নিয়েও ইমামুল একটি জিডি করেন যার নং- ১১৫০ তারিখ ২০/০৮/১৫ ইং। একি ভাবে আরো এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করেন ঐ তিন ভাইয়ের বাহিনী এ নিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় ২৯/০৮/১৫ ইং তারিখে আরো একটি এজাহার করেন বিল্লাল হোসেন, এজাহার নং-১৯৪৪। রূপদিয়া এলাকায় এখন এ তিন ভাই নিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারন খেটে খাওয়া মানুষ পর্যন্ত রয়েছে আতংঙ্কে। ভুক্তভূগী ও এলাকাবাসী তাদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

http://www.anandalokfoundation.com/