স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বুধবার বিএনপি সমর্থক এ মেয়রকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি ফৌজদারি মামলায় গত ১২ মে গাজীপুরের আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। এ জন্য ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯’ এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতাবলে তাকে বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। গাড়ি পোড়ানোসহ ১০টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গত ৮ মার্চ প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ৭ মে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে সরকার।
বিএনপিপন্থী এ মেয়রের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে, আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে গত বছরের ৭ জানুয়ারি সাময়িক বরখাস্ত করেছে সরকার। বিএনপি সমর্থক এ মেয়র সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি।