মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশের নেতা-কর্মীরা।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা যুবলীগের সাবেক সভাপতি টনিক বিশ্বাসের নেতৃত্বে শহরের কোর্টমোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টমোড়ে ফিরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলে মেহেরপুর-১ আসনের প্রার্থী পরিবর্তনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।