14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

ডিএসসিসি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগ

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা

বেনাপোল সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

ভিন্নমত সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি  -অধ্যাপক আলী রীয়াজ

রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না -আইন উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধিতে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আজকের সর্বশেষ সবখবর

মধুখালীর বিভিন্ন মহাসড়কে উন্মুক্ত ট্রাকে বালু পরিবহন, জন-ভোগান্তি চরমে

Link Copied!

 ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সহ বিভিন্ন রাস্তায় ত্রিপল বা প্রটেকশন ছাড়ায় বেপরোয়া
গতিতে চলাচল করছে বালু ভর্তি ৫ চাকার ট্রাক ও নছিমন। ফলে উন্মুক্ত ওইসব যানবাহন থেকে উড়ে আসা বালু পথচারীদের চোখে মুখে এসে পড়ছে ও আশপাশের পরিবেশ নোংরা করছে।

এতে অস্বস্তিতে আছেন রাস্তায় চলাচল করা পথচারী ও স্থানীয়রা। এলাকাবাসী ও রাস্তার পাশের দোকানীদের ভাষ্য মতে, বালু বহনকারী ট্রাকের বেপরোয়া চলাচলে ধুলোবালি উড়ে রাস্তার দু’পাশের দোকান-পাট, ঘরবাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে; হুমকির মুখে জনস্বাস্থ্য। সরেজমিন মধুখালী উপজেলার আড়পাড়া কামারখালীর টোল অফিস এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সড়কে কোন প্রকার ত্রিপল ছাড়াই বেপরোয়া গতিতে চলাচল করতে দেখা গেছে ।

এসব যানের চাকার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়েছে বিভিন্ন সড়ক-মহাসড়ক। ফলে প্রতিদিন এলাকাবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা। স্থানীয় দোকানীরা জানান, সড়ক থেকে দোকানগুলো দূরে থাকা সত্ত্বেও টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ প্রতিনিয়ত বালুবাহী ট্রাক থেকে বালু উড়ে দোকানে আসছে। জিনিসপত্র নষ্ট হচ্ছে, ক্রেতারাও ভোগান্তিতে পড়ছে। এই ট্রাকের উড়ে আসা বালু রাস্তায় কাপড়-চোপড়, চোখ মুখে এসে পড়ে ।

মাক্স পড়েও রক্ষা নাই। আর সড়কের ধূলা তো আছেই! শ্বাসকষ্ট দিন দিন বাড়ছে। সড়কে বাস চালকগন বলেন, বিশেষ করে এই বালু, খোয়া আর ইটের ৫চাকার ট্রাক পাল্লা দিয়ে রাস্তায় চলে। আমরা হিমশিম খেয়ে যাই এসব ট্রাকের কাছে। জনস্বাস্থ্যবিদরা বলেন, ধুলা তাৎক্ষণিক ও দীর্ঘ মেয়াদী সমস্যা কারন হতে পারে। চোখ জ্বালাপোড়া, কাশি, হাঁচি, অ্যালার্জিক রাইনাইটিস, হাঁপানি ইত্যাদি সমস্যা হতে পারে।

আবার যাঁদের আগে থেকেই ফুসফুসের সমস্যা আছে, তাঁদের অল্পতেই সমস্যা জটিল করে তুলতে পারে। এছাড়া বায়ু দূষণের ফলে ধুলাবালি মস্তিস্ক, হৃদপিন্ড এবং রক্তের স্রোতে মিশে যায়। বিষয়টি কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং সড়ক ও জনপথ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের নিকট সকলের দাবী অচিরেই যেন ব্যবস্থা নেওয়া হয়।

http://www.anandalokfoundation.com/