২৪০০ বছর পূর্বে সমুদ্র গুপ্তের আমলে দেশের উন্নতির জন্য, সাম্রাজ্য ও সমাজকে শৃঙ্খলতায় বাধার জন্য, সমাজে বংশপরম্পরায় পেশা ( কাস্ট) সিস্টেম এর শুরু হয়। তারপর ৪০০ বছর ইন্টার পেশার লোকদের সাথে বিয়ে চলছিল , ডিএনএ টেস্টে তা প্রমাণিত। কোনো স্ট্রেসের বা চাপের কারণে, মৌর্য্য ও কুষাণ বৌদ্ধ সম্রাট দের আমলে, যখন হিন্দু ধর্ম থেকে মানুষ বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য হলো -রাজধর্ম মেনে , তখন থেকেই হিন্দুরা ধর্মান্তরিত হবার ভয়ে কেবল নিজেদের পেশার লোকেদের সাথেই বৈবাহিক সম্পর্ক গড়ে তুলতে শুরু করলো, কারণ সমাজ দুই ধর্মে ভাগ হয়ে গেছিলো।
ঋক বেদে বা গীতার বর্ণাশ্রম এর সাথে বর্তমানের কাস্ট সিস্টেমের সাথে কোনো সম্পর্ক নেই। লোকবৃদ্ধির জন্য (স্রষ্টা) মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং চরণ বা পা থেকে শূদ্র সৃষ্টি করলেন।” ! আমাদের কাছে বৈদিক আমলের পুঁথি অবিকৃত অবস্থায় নেই। কাজেই মূল পুঁথি তে কি লেখা ছিল, আমরা জানিনা। ইহুদি দের শাস্ত্র Tora অনুযায়ী আদম ও ইভ কিন্তু আপেল খায়নি । মূল পুঁথি থেকে ইংলিশ অনুবাদের ভুলে ফলের নাম আপেল দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা বলে ফলের নাম হবে Fig বা Vine ।
হিন্দুরা মুখে বা বাহু বা উরু তে প্রণাম করেনা , প্রণাম করে পায়ে। তা হলে পায়ের প্রতীক শূদ্র রা কেন প্রণামের যোগ্য? আসলে পুরো বিষয় টা প্রতীকী! ব্রম্মান্ড সমন্ধে যে জ্ঞান অর্জন করতো , সে ব্রাম্মন উপাধি পেত , তার পরিবারের অন্য কেহ কিন্তু এই উপাধি পেতোনা। যেহেতু তার প্রচন্ড জ্ঞান ছিল, সে যখন কথা বলতো সেই কথায় জ্ঞানের আগুন জ্বলতো। এই আগুন শব্দ টাও প্রতীকী। তাই বলা হতো ব্রাম্মনের মুখ দিয়ে আগুন জ্বলে। ব্রাহ্মণের কাজ বিদ্যাচর্চা, অধ্যাপনা, অধ্যয়ন, যজন-যাজন, দান। এতে শারীরিক শক্তি বেশি দরকার হয়না।
যুদ্ধে বাহু বল দরকার হয়। তাই বাহু হলো ক্ষত্রিয়ের প্রতীক। লোকরক্ষা, দান, যজ্ঞ, অধ্যয়ন ইত্যাদি কাজগুলো ক্ষত্রিয় রা করতো। উরু থেকে বৈশ্য-বৈষ্যরা। বিজ্ঞান বলে: যারা দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকে, তাদের উরু ফুলে মোটা হয়। অর্থাৎ আমরা তথাকথিত শক্তিশালী উরু দেখে বুঝতে পারি, তার কি পেশা। যারা পশুপালন, কৃষি, সূদে টাকা খাটানো, দান, যজ্ঞ, অধ্যয়ন করতো, তাদের কে বৈশ্য বলেই আখ্যা দিয়েছে।
পা হলো শূদ্রের প্রতীক। এরা কায়িক পরিশ্রম ও সার্ভিস দিয়েই নিজেদের ও সমাজের সবাইকে বাঁচিয়ে রাখে। আমাদের পা না থাকলে, আমরা অচল। পা এক অর্থে অগ্রগতির প্রতীক। আমাদের শরীরের ভার বহন করে পা। আমরা হেটে চলে কাজ করতে পারি পা থাকার জন্যই। অর্থাৎ শূদ্র পেশার ব্যক্তিরাই আমাদের সমাজের ভার বহন করছে, সমাজ টিকিয়ে রাখছে, তাই আমরা পায়েই প্রণাম করি। অর্থাৎ শূদ্রদের পেশাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। শূদ্র রা কি তা হলে ছোট না সবোর্চ্চ?
প্রত্যেক সরকারী বেসরকারি অফিসেও কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী থাকে সব দেশে। অফিসার বা ম্যানেজার ব্রাহ্মণ উপাধি দেয়া হয়না, কিন্তু এদের কোথায় অফিস চলে। তারাই বেশি শিক্ষিত হয়। বাকি কর্মীরা তাদের কথাই মেনে চলে। অফিসে সংখ্যায় বেশী হয় চতুর্থ শ্রেণীর কর্মী যাদের কাজ হলো, বাকি তিন শ্রেণীর সহযোগিতা করা। সমাজেও তথাকথিত ব্রাহ্মণ কম, শূদ্রই বেশী। অতীতে সমাজের চতুর্থ শ্রেণীর কর্মী কে শূদ্র বলা হতো ! সমুদ্র গুপ্তের পূর্বে, যে কোনো মানুষ যে কোনো পেশায় যেতে পারতো। তখন জ্ঞান অর্জন করে ব্রাম্মন উপাধি অর্জন করতে হতো। বংশ পরম্পরায় কেহ ব্রাম্মন হতোনা। সমুদ্রগুপ্তের পূর্বের নিয়ম অনুযায়ী, আজকের সমাজের ব্রাম্মন তারাই যারা পিএইচডি করেছে বা কোনো বিষয়ে এক্সপার্ট হয়েছে। অনেক ব্রাম্মন পদবীর মানুষ রা আজকাল ময়লা বহন করার কাজ ও করে। কাজেই ফ্যামিলি নাম দিয়ে কোনো মানুষের সামাজিক অবস্থানের বিচার হয়না। আমাদের ফ্যামিলি নাম যেমন পেশা থেকে এসেছে, জার্মানিতেও ফ্যামিলি নাম পেশা থেকে এসেছে। আমার ৩ সহকর্মীর ফ্যামিলি নামের বাংলা হলো: শুয়ার, কুকুর, কয়লা! এদের পূর্ব পুরুষ এই সব পেশার সাথে যুক্ত ছিল। জার্মানি তে মানুষ ফ্যামিলি নাম কে কোনো গুরুত্বই দেয়না। হিন্দুরা যত বেশি জ্ঞানী হবে, তত গীতা মেনে কর্ম কে গুরুত্ব দিতে শিখবে, তত ফ্যামিলি নামের ঐতিহ্য নিয়ে বড়াই করা বন্ধ হবে, বর্তমান পেশা কেই বা কর্মফলকেই গুরুত্ব দেবে।
রাজা সমুদ্রগুপ্তের পূর্বে যে কোনো ব্যক্তি যে কোনো পেশা শিখে অন্য বর্ণে ( পেশা তে) যেতে পারতো, ব্রাম্মন ছিল একটা উপাধি, যা পড়াশুনা করে অর্জন করতে হতো- উপাধি কখনো বংশ পরম্পরায় ব্যবহার করার নিয়ম ছিলোনা । সমুদ্র গুপ্তের পরে বংশ পরম্পরায় একই পেশা বা বৃত্তি তে কাজ করার নিয়ম এসেছে। যেমন আজকাল কার রাজনীতিবিদের সন্তানদের পেশা রাজনীতি করা, যেমন নেহেরুর বংশের লোকেরা বংশ পরম্পরায় কংগ্রেস পার্টি র নেতা বা দেশের প্রধানমন্ত্রী। পূর্বে যেহেতু কারিগরি শিক্ষা ফ্যামিলি থেকেই শিখতো, পেশা শেখার স্কুল ছিলোনা, তাই সবাই বংশের পেশাকেই নিজের পেশা নিতো, সহজে শিখতে পারতো বলে
ডিএনএ টেস্টে প্রমাণিত, ২০০০ বছর পূর্বে দুই কাস্ট এর মধ্যে বিয়ে বন্ধ হয়ে গেছে। পরে হিন্দু রাজার যুগ এলেও, সমাজের মানুষের অভ্যাস আর পাল্টায়নি। এখনো দেখা যায়, ধর্মান্তরিত রা নিজের পরিচিত ধর্মান্তরিত দের মধ্যেই বর্তমানেই বৈবাহিক সম্পর্ক করে । ইন্টার কাস্ট বিয়ে বন্ধ কেন হলো, কোনো ইতিহাসবিদ ডিএনএ টেস্টের ফল আসার পর, গবেষণা করে আমাদের জানায়নি। আমি ইতিহাসের টাইমলাইন দেখে, মনোবিদ্যা ও লজিক প্রয়োগ করেই বললাম, যে বৌদ্ধ ধর্মের প্রসারের কারণেই, সমাজে ভয়ে ও সন্দেহে কাস্ট সিস্টেম পাথর এর প্রাচীরের মত শক্ত হয়ে গেছে। এভাবে ব্যাখ্যা করুন: প্রত্যেক পেশার লোকদের মধ্যে সম্পর্ক যোগাযোগ বেশি ও ভালো থাকে , তারা যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় , যে তারা হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবেনা, তখন বৈবাহিক সম্পর্ক এরা নিজেদের মধ্যেই করবে। যখন কেহ ধর্মান্তরিত হয়ে গেলো, তখন তার সাথে যে দূরত্ব সৃষ্টি হয়, সেই সম্পর্ক পূর্বের মত আর হয়না, যদি পুরানো ধর্মে ফিরেও আসে। যে যে পেশায় বর্তমানে যুক্ত, সেই পেশার ব্যক্তিদের সাথেই তার ওঠাবসা বেশি, সম্পর্ক বেশী। পূর্বেও সমাজ এই নিয়মেই চলতো!
আমরা যে সব পুঁথি বা শাস্ত্র পড়ি, সে গুলো গবেষণার ফলের উপর নির্ভর করে লেখা হয়নি। বিদেশীরা আমাদের বিশ্ববিদ্যালয় গুলো পুড়িয়ে দিয়েছে, সেই সাথে পুরানো ইতিহাস পুড়ে গেছে।আমরা লজিকাল চিন্তা করিনা, প্রায় ১২ বছর বয়সে বৃন্দাবন ত্যাগ করা কৃষ্ণের পক্ষে, রাধার সাথে প্রেমলীলা করা বায়োলজিক্যাল, মনোবিদ্যা ও সমাজবিদ্যার দৃষ্টিতে সম্ভব কিনা? আপনারা দেখবেন, যখন যে সরকার আসে, সাংবাদিক , লেখক সেই সরকারের যেমন চায়, তেমন ভাবে লিখে জীবিকা টিকিয়ে রাখতে বাধ্য হয়। সেটাই এক কালে ইতিহাস হয়ে যায় , আর আমরা সেই ইতিহাস কে বিশ্বাস করা শুরু করি। একই ভাবে ভারত বর্ষ যে সব বিদেশী শক্তি দ্বারা দখল হয়েছিল, তারাই তাদের ভাড়াটে লেখক দিয়ে নতুন করে তাদের পছন্দ মত সামাজিক ঘটনা লিখিত করেছে। আমাদের উচিত বিজ্ঞান সম্মত গবেষণা করা। মনু সংহিতা একটা সময়ের সমাজের প্রচলিত নিয়মের ইতিহাস। আমাদের জন্য বর্তমান প্রযোজ্য পরাশর সংহিতা। সনাতন ধর্ম সময়ের সাথে পরিবর্তিত হয় বলেই যুগে যুগে নতুন সংহিতা আসে। শোনা যায়, কাশিতে নতুন সংহিতা রচনার কাজ শুরু হয়েছে।
বৌদ্ধ রাজারাই আমার দৃষ্টিতে হিন্দুদের একই কাস্টের মধ্যে বৈবাহিক সম্পর্কের জন্য দায়ী। কাস্ট সিস্টেম আসলে পেশা সিস্টেম। সমাজ টিকিয়ে রাখতে সব পেশার দরকার। কোনো পেশায় ছোট বা বড় হয়না। যদি কোনো অঞ্চলের মেথর পেশার ব্যক্তিরা পরিষ্কার করা বন্ধ করেন, জীবাণুর আক্রমণে সেই অঞ্চলের মানুষ অসুস্থ হয়ে কি মারা যাবেন না? যদি চাষি চাষ করা বংশ করেন, সব পেশার মানুষ কি না খেতে পেয়ে মারা যাবেননা?
সময় পাল্টেছে। ব্রিটিশ রা আসার পর থেকেই যে যার পছন্দের কাজ শিখে যে কোনো পেশা গ্রহণ করতে পারে।বর্তমান সময়ে পুরোহিত গিরি যে শিখবে, সে হবে পুরোহিত, সে চর্মকার বংশ থেকেও আসতে পারে- কারো বাধা দেবার অধিকার নেই। বর্তমান সময়ে ফ্যামিলি নামের কোনো গুরুত্ব নেই। কাজেই আমাদের ফ্যামিলি নাম বা পেশার জন্য গর্ব করা বা হীনমন্যতায় ভোগার কোনো যুক্তি নেই।