14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক টিমের চিকিৎসাসেবা প্রদান

পিআইডি
March 11, 2025 9:01 pm
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানে মুরফিল্ড আই হাসপাতাল, লন্ডন, ইউকে হতে ০২ (দুই) জন বিশেষায়িত চক্ষু চিকিৎসক ডা. মাহি মুকিত এবং ডা. নিয়াজ ইসলাম ৮-১১ মার্চ ২০২৫ ইং তারিখ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় চিকিৎসারত আহত চক্ষু রোগীদের চোখের ফলোআপ ও অপারেশন করেন এবং সেই সাথে চিকিৎসার নথিপত্র যাচাই করে নিম্নলিখিত মতামত প্রদান করেন। লন্ডন, ইউ.কে বিশেষজ্ঞ মেডিকেল টিমের মতামতসমূহ নিম্নরূপঃ

১। লন্ডন, ইউ,কে বিশেষজ্ঞ চিকিৎকগণ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে মোট ১১৫ (একশত পনেরো) জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছেন এবং ২৩ (তেইশ) জন রোগীর সার্জারি করেন।

২। বাংলাদেশের চক্ষু চিকিৎসকগণ যে সেবা দিয়েছেন তা সঠিক এবং বিশ্বমানের।

৩। এই ধরনের রোগীদেরকে লন্ডন, ইউ,কে তে একইভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।

৪। চোখের ভিতরের Pillet/ গুলি যে পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে তা সম্পূর্ণ সঠিক।

৫। কিছু পিলেট চোখের বাহিরে, মাথা, মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন অংশে রয়েছে সেগুলোর ব্যাপারে তাঁদের বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।

৬। ভবিষ্যতে প্রয়োজনে তাঁরা এই চিকিৎসা সেবা অব্যাহত রাখতে আগ্রহী।

যুক্তরাজ্য থেকে আগত চক্ষু বিশেষজ্ঞদ্বয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে সেবা দেয়া শেষে আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতে তারা স্বাস্থ্য উপদেষ্টাকে তাদের কাজের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সম্যকভাবে অবহিত করেন। এসময় চক্ষু চিকিৎসক ডা. মাহি মুকিত জানান, আন্দোলনে আহতদের যথাযথ মানসিক ট্রমার চিকিৎসার দেয়ার প্রয়োজন প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া অনেক রোগী পাঁচ বেশি সময় ধরে হাসপাতালে আছেন। এভাবে ইনস্টিটিউশনালাইজড হয়ে থাকা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। যাদের চিকিৎসা সম্পন্ন হয়েছে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাতে পারেন। এসময় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি হসপিটাল বার্নিংহামের ডা. মোসলেহউদ্দিন ফরিদ এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আবুল খায়ের উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/