আরাফাত আজাদঃ আউট সোর্সিং এর মাধ্যমে বেকারত্ব কমানোর উদ্যেশ্যে New Inspire IT LTD এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
গত ২৩/০৯/২০২০ইং তারিখ বুধবার খুলনার দাকোপ উপজেলায় প্রথম একটি শাখা অফিস করা হয়।
প্রধান অতিথি হিসাবে কেক কাটার মাধ্যমে উক্ত অফিসের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ সদস্য জনাব কবির খাঁ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চালনা পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার আব্দুল গফুর সানা, পৌর যুবলীগ নেতা আরাফাত আজাদ, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম রনি, চালনা কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম হাওলাদার, ছাত্রনেতা স্বপ্নীল মন্ডল, মাহির ফয়সাল, New Inspire IT LTD এর এম.ডি. হাসান গাজী, ম্যানেজার সুদীপ্ত রায়, সি.ই.ও সজল রায়, প্রশিক্ষণ সুকান্ত বিশ্বাস প্রমুখ।
New Inspire IT LTD এর মূল লক্ষ্য আউট সোর্সিং এ বেকারত্ব জয়। স্থানীয় তরুনদের উদ্যোগে একটি ভাল মানের IT ফার্ম করবার প্রচেষ্টা। সরকারের এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভাল কিছু তথা বেকারত্বেরর হার কিছুটা কমাতে সক্ষম হবে, এই প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটির তরুন উদ্যোক্তারা।