14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৯

Biswajit Shil
December 17, 2019 8:58 am
Link Copied!

ঢাকার দোহার উপজেলায় বিজয় দিবসের দাওয়াতের খাবার খেয়ে শিশুসহ ১৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে সোমবার দুপুরে বিরিয়ানি বিতরণ করা হয়। সেই খাবার খেয়ে একে এতে তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানিয়েছেন, ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

অসুস্থদের মধ্যে কয়েকজন হলেন- মঞ্জু (৫৫), বেবি আক্তার (৪৫), নুরুল ইসলাম (৬০), কাদের (৬০), শিফাত জিয়া উদ্দিন (১২), নাফিজা আক্তার (৫৭), শামসুল ইসলাম খোকন (৭১), রোকেয়া (৭০), নাসিমা (৩৫), মাফুজ (৬৫), হ্যাপি (৬৫)।

http://www.anandalokfoundation.com/