14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সৌজন্য সাক্ষাত নাকি বিজেপিতে যোগ-সৌরভ গাঙ্গুলীর

Brinda Chowdhury
December 29, 2020 8:30 am
Link Copied!

সৌরভ গাঙ্গুলী কলকাতার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক। বৈঠক শেষে গণমাধ্যমকে বললেন ‘কোনো কিছু আগাম ভেবে না নেওয়াই ভালো।’

ভারতের অধিনায়কের পার্ট সফল ভাবে চুকিয়ে সৌরভ দায়িত্ব নেন দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতির। সেই মেয়াদও শেষ হতে চলেছে। তার আগে রাজ্যপালের সঙ্গে এই বৈঠকের পর বেশ আলোচনায়। গুঞ্জন সৌরভ যোগ দিচ্ছেন বিজেপিতে!

রবিবার ২৭ ডিসেম্বর রাজ্যপালের সঙ্গে কি নিয়ে বৈঠক ছিল এমন প্রশ্নে সৌরভ বলেন, ‘রাজ্যপালের সঙ্গে এটি ছিল শুধুই সৌজন্য সাক্ষাৎ। তিনি নিজেই আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ইডেন গার্ডেন্সে গিয়ে। তবে আমি নিজেই উনার সঙ্গে দেখা করতে চলে আসি।’

সৌরভের এমন বক্তব্যের পরও চলছে কানাঘুষা। কেন না, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রার্থী খুঁজতে ব্যস্ত পশ্চিমবঙ্গের বিজেপি। তাই সৌরভ গাঙ্গুলীর রাজপালের সঙ্গে সাক্ষাত একেবারে ফেলেও দেয়া যাচ্ছে না।

তাছাড়া রাজ্যজুড়ে কথা উঠেছে বিজেপির কোনও নেতাই মুখ্যমন্ত্রী পদের যোগ্য নন। তবে কী সৌরভ!

যদিও বিজেপি নেতা সায়ন্তন বসু মনে করছেন, এখনই সময় হয়নি এ নিয়ে কিছু বলার। এদিকে কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ সৌরভের মুখ্যমন্ত্রী পদে লড়ার ব্যপারটি একেবারেই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সৌরভ মুখ্যমন্ত্রী হবার যোগ্য নন! রাজনীতির সঙ্গে যার  সম্পর্ক নেই সে হবে মুখ্যমন্ত্রী!‌

http://www.anandalokfoundation.com/