13yercelebration
ঢাকা

ঝিনাইদহে আন্ত:স্কুল কিশোরী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

Ovi Pandey
February 27, 2020 3:45 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে আন্ত:স্কুল কিশোরী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় এইড ফাউন্ডেশন।

এতে ওই বিদ্যালয়ের ৬ষ্ট ও ৭ম শ্রেণীর ছাত্রীরা অংশ নেয়। নির্ধারিত ৩০ মিনিটের খেলার প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকে ৭ম শ্রেণীর ছাত্রীরা। পরে ২য় য়ার্ধের খেলায় পুরোটা সময় প্রতিপক্ষের নেটে বল দেওয়ার চেষ্টা করেও ব্যার্থ হয় ৬ষ্ট শ্রেণীর ছাত্রীরা। এতে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় ৭ম শ্রেণী। খেলা শেষে বিজয়ী দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বর্দী বিশ্বাস, প্রাক্তণ সভাপতি শরিফুল ইসলাম, এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশাসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ আয়োজন বলে জানান আয়োজকর। জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় দেশের প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার দাবী তাদের।

http://www.anandalokfoundation.com/