মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ফরিদপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভিশন ইউনিটের উপ পরিচালক আশরাফুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, প্রফেসর মোঃ শাহজাহান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাসলিমা আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ লিটন ঢালী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস, ভুমি অধিগ্রহন কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মুজিবুল ইসলাম, এনজিও ব্যক্তিত্ব মোঃ আজহারুল ইসলাম, কাজী আশরাফুল হাসান, এম এ জলিল, আনম ফজলুল হাদী সাব্বির, সাংবাদিক কবিরুল ইসলাম, পান্না বালা, মাহাবুবুল ইসলাম, কামরুজ্জামান সোহেল, হাসানুজ্জামান, হারুন আনছারী, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা।
কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের মধ্যে সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটাল বাংলাদেশ, বিনিয়োগ বিকাশ নিয়ে বিস্তর আলোচনা করা হয়। পরে সকলের অংশগ্রহনে একটি সুপারিশ প্রণয়ন পত্র তৈরী করা হয়। যা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় এ কর্মশালায় সরকারী, বেসরকারী দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, এনজিও প্রধানগণ, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।