পূর্ব ইউক্রেনের একটি স্কুলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে, বহু হতাহতের শঙ্কা প্রকাশ করা হচ্ছে।
দেশটির লুহানস্ক প্রদেশের গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, বিলোহরিভকার ওই স্কুলে দুইজনের নিহত হয় এবং ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে অন্তত ৬০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ।
ওই এলাকায় রুশ সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়ছে ইউক্রেনের সরকারি বাহিনী। বিলোহরিভকা সরকার নিয়ন্ত্রিত সেভারোদোনৎস্কের কাছিকাছি অবস্থিত।
গভর্নর গাইদাই জানান, শনিবার রাশিয়ার একটি যুদ্ধবিমান থেকে স্কুলটি লক্ষ্য করে ফেলা হয়। সে সময় ৯০ জন স্কুলভবনে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে সাতজন আহত হয়েছেন।
বোমার আঘাতে স্কুলভবনটি ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। দমকলকর্মীরা তিনঘণ্টার চেষ্টায় আগুণ নেভান।