14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে খাদে

Brinda Chowdhury
January 14, 2020 6:33 pm
Link Copied!

সচ্চিদানন্দদেসদয়,আশাশনি : আশাশুনিতে মাছবাহী পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টায় আশাশুনি টু সাতক্ষীরা সড়কের মহেশ্বরকাটি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেট থেকে রপ্তানির জন্য মাছ বোঝাই করে যশোর ড-১১-০৩২২ নং পিকআপটি যশোরের নাভরণের উদ্দেশ্যে যাত্রা করে। প্রতিমধ্যে নওয়াপাড়া বিল সংলগ্ন সড়কে পৌছলে পিকআপ এর সামনের চাকার পাতি ভেঙ্গে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপটি সড়কের পাশের একটি খালে গিয়ে পড়ে।

এঘটনায় ৩০জন মৎস্য ব্যাবসায়ীদের এক লাখ টাকা উর্দ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যাবসায়ীরা। মালবাহী পিকআপের চাকা সড়কের মধ্যে সৃষ্ট বড়গর্তে পড়ে পাতি ভেঙ্গেছে বলে দাবী পিকআপ চালকের। এঘটনায় আহত ব্যবসায়ীদের স্থানীয় ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানাগেছে।

http://www.anandalokfoundation.com/