14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি

গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ -তথ্য সচিব

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন সেবা সংস্থাগুলোর সমন্বয়: ডা. শাহাদাত

জনদুর্ভোগ সৃষ্টি না করে ন্যায্য ও ন্যায়সংগত দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করার আহ্বান শিক্ষা উপদেষ্টার

মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মানসিক সেবা প্রদানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরুরি উদ্যোগ

ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন

আবারও বেনাপোল কাস্টমস হাউসে জলবদ্ধতা সৃষ্টি : দ্রুত ড্রেনের খনন কাজ শুরু  

আজকের সর্বশেষ সবখবর

পানি খেয়ে গাজীপুরে পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ

admin
September 9, 2015 8:34 pm
Link Copied!

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কোণাবাড়ি শিল্প এলাকার কেয়া নিট কম্পোজিট কারখানায় সরবরাহ করা পানি পান করে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের নিকটবর্তী শরীফ জেনারেল হসপিটাল, কোণাবাড়ি ক্লিনিক ও হক জেনারেল হসপিটাল, কোণাবাড়ি পপুলার হসপিটালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ কয়েকজন শ্রমিককে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও কারখানাটির শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সরবরাহ করা পানি পান করে কয়েকজন শ্রমিক বমি, মাথা ঘোরানো ও পেটে ব্যথা অনুভব করতে থাকে। পরে তাদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর পর একে একে বিভিন্ন ফ্লোর থেকে পানি পান করা শ্রমিকরা অসুস্থ হতে থাকে। দুপুর দেড়টা পর্যন্ত কারখানাটির ৫ শতাধিক শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

কোণাবাড়ির শরীফ হাসপাতালের পরিচালক ডা. শরীফ আহমেদ জানান, শুধু পানি পান করেই কারখানাটির শ্রমিকেরা অসুস্থ হয়নি। অতিরিক্ত গরম ও আতঙ্কে অনেকে অসুস্থ হয়ে পড়ে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের সুচিকিৎসার দাবিতে দুপুর একটার দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

http://www.anandalokfoundation.com/