13yercelebration
ঢাকা

দম্পত্তিকে বেঁধে রেখে চুরি করতে যেয়ে জনতার হাতে আটক

Rai Kishori
March 3, 2019 7:25 pm
Link Copied!

ইমদাদুল হক, পাইকগাছা,খুলনা।। পাইকগাছায় চুরি করতে যেয়ে গভীর রাতে ৭৫ বছরের বৃদ্ধ সামছুর রহমান ওরফে খুদে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনীর শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় চোরকে পুলিশী সোপর্দ করলে পুলিশ তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার গভীর রাতে খুদে সহ ৫/৭জন চোর উপজেলার রাড়ুলী গ্রামের হায়দার আলী মিস্ত্রীর বাড়ীতে চুরি করতে যাই। এ সময় হায়দার আলী ও তার স্ত্রীকে বেধে বাড়ীর স্বর্ণালংকার ও নগদ টাকা, মোবাইল সহ অন্যান্য মালামাল চুরি করে পালানোর চেষ্টা করে।

স্থানীয় জনতা তাদেরকে তাড়া করলে খুদে ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। থানার এস,আই আবু সাঈদ জানান, ধত সামছুর পেশা একজন চোর বা ডাকাত। তার নামে পাইকগাছা থানায় ৩টি ডাকাতি সহ ৬টি মামলা রয়েছে।

http://www.anandalokfoundation.com/