পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: উপকূলীয় বনায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রে ২ হাজার সুপারি ও সৌন্দর্যবর্দ্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।
শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, ড. মোঃ লতিফুল ইসলাম ও একেএম শফিকুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্লা এনএস মামুন সিদ্দিকী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মিজানুর রহমান ও উম্মে হাবিবা মুমু, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন ও উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়।