মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যখন একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে তখন নওগাঁর পত্নীতলায় সরকারি নীতিমালা তোয়াক্কা না করে অবাধে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার।
ওষুধের দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান, কীটনাশকের দোকান, খাবারের দোকান এমনকি পানের দোকানেও চলছে গ্যাস সিলিন্ডার বিকিকিনি। মার্কেটের ভিতরের চিপাগলি,ব্যাংকের নিচে, বদ্ধস্থান, উন্মুক্তস্থান সকল স্থানেই চলছে এলপি গ্যাসের অবাধ বেচাকেনা।
গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের বিধান থাকলেও তা মানছেন না অধিকাংশ বিক্রেতাই। এ কারণে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।
অনুসন্ধানে জানা গেছে, সরকারি বিধি মোতাবেক গ্যাস সিলিন্ডার বিক্রয় স্থানে কমপক্ষে পাকা মেঝেসহ আধা পাকা ঘর, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক সক্ষমতা-সংক্রান্ত লাইসেন্সসহ অগ্নিনির্বাপক সিলিন্ডার এবং মজবুত ও ঝুকিমুক্ত সংরক্ষণাগার থাকতে হবে। একজন ব্যাবসায়ী ওই সব শর্ত পূরণ করলেই কেবল এলপি গ্যাস বিক্রয় নিবন্ধন পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। লাইসেন্স ছাড়া কোন দোকানে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করা যাবে না।
২০০৩ সালের দাহ পদার্থ সংরক্ষণ আইন অনুযায়ী কোন ব্যক্তি যদি লাইসেন্স না নিয়ে বিস্ফোরক দব্যের ব্যবস্যা করে তার তিন বছরের কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে। প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল বাজেয়াপ্ত করা যাবে। কিন্তু এ আইন কেউ মানছেন না। সরেজমিনে উপজেলার সদর নজিপুর পৌরসভার নতুনহাট মোড়, বাসস্ট্যান্ড, সরদারপাড়া মোড়, মধুইল বাজার, শিবপুর বাজার, বামইল মোড়, বাকরইল বাজার, আমন্ত বাজার, বড়থা বাজার, গগণপুর বাজার ও মেছের বাজার ঘুরে দেখা গেছে, ওষুধের দোকান, পানের দোকান, মুদি দোকান, ফার্নিচারের দোকান, ফটোকপির দোকান, ফ্ল্যাক্সিলোডের দোকানেও গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে।
এমনকি পত্নীতলা শাখা অগ্রণী ব্যাংকের নিচতলা মার্কেটেও ফজলুল হক নামে এক ব্যক্তি অবৈধভাবে গ্যাস বিক্রি করছেন। রাস্তার পার্শ্বে রাখা এসব সিলিন্ডারের পাশ ঘেঁষেই চলছে দ্রুতগামী যানবাহন । কিন্তু এসব দোকানে নেই কোনো আগুন নির্বাপক যন্ত্র। বড় কোনো দুর্ঘটনা ঘটলে নেই প্রতিকারের ব্যবস্থা। শুধু ট্রেড লাইসেন্স দিয়ে ঝুঁকিপূর্ণ এ জ্বালানির ব্যবসা চালানো হচ্ছে। জনবহুল,সরকারি ব্যাংক কিংবা আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ এ ব্যবসার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। দেখার যেন কেউই নেই।
এলপি গ্যাস সিলিন্ডার বিক্রেতা তৈবুর রহমান বলেন, এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হলে বাধ্যতামূলক বিস্ফোরক লাইসেন্স, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা থাকতে হবে। লাইসেন্স ছাড়া কেউ গ্যাস বিক্রি করতে পারবে না। বিস্ফোরক লাইসেন্স নিতে অনেক টাকা খরচ হয়। কিন্তু অবৈধ ব্যবসায়ীদের কারনে বৈধ ব্যবসায়ীদের বিক্রি কমে গেছে। অবৈধ গ্যাস বিক্রয় বন্ধ করার জন্য তিনি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আর্কষন করেন।
পত্নীতলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. গোলাম সারোয়ার বলেন, বিস্ফোরক লাইসেন্স ছাড়া কোন দোকানি গ্যাস সিলিন্ডার বিক্রি করতে পারবে না। আমরা কয়েক দিনের মধ্যেই অবৈধ গ্যাস ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করবো । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, লাইসেন্স ছাড়া যেসব দোকানি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। খুব শীঘ্রই মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।