14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নিজে মাটি কেটে রাস্তা নির্মাণ করলেন ইউপি সদস্য রিপন রায়

admin
June 10, 2016 7:46 am
Link Copied!

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি: কথায় বলে দশে মিলে করিকাজ হাড়িজিতি নাহি লাজ। এরই বাস্তব প্রতিফলন ঘটলো শ্রীমঙ্গলে।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন রায় সরকারের কোন প্রকল্প ছাড়া এলাকাবাসীকে নিয়ে সেচ্ছাশ্রমে নিজে মাটি কেটে মাথায় বহন করে মেরামত করে দিলেন একটি কাঁচা রাস্তা।

তাও এটি সংস্কার করতে সময় লাগে মাত্র দেড় ঘন্টা। তার এই উদ্যোগের ভুয়সী প্রসংসা করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার ৯ জুন সকালে মৌলভীবাজার জেলার কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য সিন্দুরখান ইউনিয়নে যান। সে সময় সাংবাদিকদের গাড়ী শ্রীমঙ্গল-সিন্দুরখাঁন পাকা সড়ক থেকে শ্রীমঙ্গল-খেজুরী পাকা সড়কে যাওয়ার জন্য সাইটুলা কাঁচা রাস্তা হয়ে রওয়ানা হন। পথি মধ্যে একটি কালভাটের পাশের রাস্তা ভাঙ্গা থাকায় সাংবাদিকরা সেখানে আটকা পড়েন। এসময় সাংবাদিকরা স্থানীয় ইউপি সদস্য রিপন রায়কে ফোন দিলে তিনি সাথে সাথে মটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে আসেন। সমস্যার সমাধান করতে তিনি আশে পাশের বাসিন্দাদের ডেকে তাদের নিয়ে নিজেই লেগে পড়েন রাস্তা মেরামতে।

এলাকাবাসীকে নিয়ে প্রায় দেড় ঘন্টা কাজ করে তিনি কালভাটের পাশের অংশ ভরাটসহ রাস্তার উঁচুনিচু অংশ ঠিক করে দেন।  তাদের এ উদ্যোগের এর ফলে এ রাস্তা দিয়ে গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা দুর হয়।

এলাকাবাসীরা জানান, ইউপি সদস্য রিপন রায় এমনিতেই জনবান্ধব। তিনি সবসময় এলাকার উন্নয়নেই নিয়োজিত থাকেন। ফলে তাকে সবাই ভালোবাসে। তাই তার ডাকে লোকজনও ছুটে আসে। মাটি কাটায় গ্রামের আরো যারা অংশনেন তারা হলেন, তেরাই মিয়া, আদম উল্লাহ, মুজিবুর রহমান, মন্নান তালুকদার, রাসেল মিয়া,মনর মিয়া, মন্নান মিয়া, নাসির তালুকদার, নজরুল মিয়া,বিষ্ণু মাঝি, জিতু মিয়া, জামান মিয়া, রেণু মিয়া,আক্তার মিয়া, আজিজ মিয়া, আব্দুস শহীদ,ফয়জুল আহমদ, রমা কান্ত, কাদির মিয়া, চুনু মাঝি,অনিল সাঁওতাল ও সেকুল মিয়া।

এদিকে তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল হক ও স্থানীয় সাংবাদিকরা।

এ ব্যাপারে ইউপি সদস্য রিপন রায় জানান, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বাবার আদর্শ লালন করতে তিনি জনগনের পাশে আছেন এবং ভবিষতেও থাকবেন। এ সময় তিনি আরো বলেন এলাকার জনগন তাকে ভালোবাসেন তাই তিনি পর পর দুইবার এই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হতে পেরেছেন। এজন্য তিনি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ।

http://www.anandalokfoundation.com/