14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর সাপাহারে মন্দিরে মন্দিরে প্রার্থনা

Dutta
October 23, 2020 6:22 pm
Link Copied!

প্রদীপ সাহা,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: মহালয়ার মধ্যদিয়ে গত ১৭অক্টোবর ক্ষনগণনা শুরু হয়েছিল হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারদীয়া দূর্গা পূজা।

“ধর্ম যার যার,উৎসব সবার প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে” এর ৫দিন পর গত বৃহস্পতিবার ২২ অক্টোবর সন্ধ্যায় ষষ্টির ঘট স্থাপন হয়।

সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার এর সাথে কথা হলে তিনি জানান- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঘোষনা অনুযায়ী সপ্তমী’র (২৩ অক্টোবর) শুক্রবার দুপুর ১২টা ১মিনিটে সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারেও করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা ও রোগ মুক্তির জন্য দেবী দূর্গার কাছে মন্দিরে মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাপাহার উপজেলা শাখার সভাপতি মন্মথ সাহা ও পালপাড়া দূর্গা মন্দিরে সভাপতি পরিমল রায় জানান মহামারী করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে সিমিত আকারে পূজা ও প্রার্থনা করা হয় এবং শেষে প্রসাদ বিতরণ করা হয়।

সপ্তমী থেকে মন্ডব ঘুরে ঘুরে পূজা দেখা,দেবীকে প্রণাম ও প্রসাদ গ্রহন শুরু হয়। এবারে করোনা ভাইরাসের কারণে দূর্গা পূজার কিছু বিধি নিষেধ আরব করেছে সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

স্বাস্থ্যবিধি মেনে এবারে এ উপজেলায় ১৭টি মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

http://www.anandalokfoundation.com/