নওগাঁর ধামইরহাটের প্রবীণ সাংবাদিক আলতাফ হোসেন(৭৫) ইন্তেকাল করেছেন। গত ১১ ডিসেম্বর উপজেলার মালাহার গ্রামে মধ্যাহ্ন ভোজের পর বিকেল সাড়ে ৪টায় নিজের অসুস্থতা বোধ করেন এবং কিছুক্ষণের মধ্যেই তার ইন্তেকাল হয়। মৃত্যুর প‚র্বে তিনি স্বাভাবিক চলাফেরা করতেন।
কর্মজীবনে তিনি উপজেলার জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজে মাধ্যমিক শাখায় শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং এক সময় ধামইরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিক পেশায় অত্যন্ত সুদক্ষ লেখনীতে অভ্যস্ত এবং সদাচারী আলতাফ হোসেন মৃত্যুকালে ৪ মেয়ে, নাতি-নাতনী, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ধামইরহাট সাংবাদিক সমাজের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। নওগাঁ জেলা প্রেসক্লাব এবং মফসল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।