14rh-year-thenewse
ঢাকা আজ শনিবার জানুয়ারি 4, 2025
আজকের সর্বশেষ সবখবর

তালার মধু সড়ক সংস্কার কাজে অনিয়ম, নিন্মমান ইটের খোয়া ব্যবহার

admin
April 4, 2016 10:56 pm
Link Copied!

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালা উপজেলার জনগুরুত্বপূর্ণ মধু সড়ক সংস্কার কাজে নিন্মমান ইটের খোয়া ও অনিয়মের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে।

সড়কটি কুমিরা বাদামতলা হতে সেনপুর মোড় পর্যন্ত ৩ কিলোমিটার সংস্কার সহ ৩ ফুট সাইড ওয়ারিং এ ২ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দে কার্যাদেশ দেয়া হয়। ৩ ফুট সাইড ওয়্যারিংয়ে নিন্মমানের খোয়া ও যেনতেন ভাবে বালূ দিয়ে পুরণ করা হয়েছে। সড়কটির কার্যাদেশ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান সাতক্ষীরার মেসার্স ইকবাল জোয়াদ্দার খামখেয়ালিপনা ভাবে নিন্মমান ইটের খোয়া ব্যবহার করায় স্থানীয়রা বারবার অভিযোগ করে আসলেও কোনো কিছুতেই কর্ণপাত করছেন না।

সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কে সংস্কার কাজ চলছে পুরোদমে। সড়কের দু’পাশে স্তুপ করে রাখা সাতক্ষীরার স্টোন ব্রিকসে প্রস্তুতকৃত অত্যন্ত নিন্মমানের ইট। এসময় ইটের মান কেমন জানতে চাইলে সড়কের পাশে উপস্থিত প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রশীদ সানা, নব-নির্বাচিত মেম্বর শফিকুল মোড়ল, কাজী মোহাম্মাদ আলী, প্রাক্তন মেম্বর শেখ সিরাজুল ইসলাম, মেলেকবাড়ী বাজারের দোকানদার শেখ তাকুব্বার হোসেন, রবিউল ইসলাম, বাদামতলার ছলেমান সরদার, আব্দুস সামাদ, মকবুল হোসেন, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক সহ অর্ধশত বাসিন্দা স্তুপকৃত ইট দেখে অত্যন্ত নিন্মমানের বলে অভিযোগ করেন। অনেকে ইট তুলে সামান্য আঘাত করতেই অতি সহজে ভেঙে গুড়ো হয়ে যাচ্ছে এমন দৃশ্য চোখে পড়ে। নিন্মমান ইটের খোয়া সংস্কার কাজে ব্যবহার না করার জন্য স্থানীয়রা বারবার দাবি তুললেও দূর্নিতি পরায়ণ ঠিকাদার ও তার সহযোগী উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ জসিম দেখছি, আসব বলে প্রতিশ্র“তি দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর’র চুক্তি অনুযায়ী সড়কটি সংস্কার কাজে উন্নতমানের ইটের খোয়া, বালূ ও বিটুমিন দ্বারা নির্মাণ কাজ করার কথা, কিন্তু কে মানে কার কথা। অনেকের অভিযোগ রক্ষকই যখন ভক্ষক, তখন ভালো কাজ কিভাবে আশা করা যায়? দূর্নিতী পরায়ণ ঠিকাদারের সহযোগীতা করার অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ জসিম জানান, সব সময় সড়কের কাজে দেখভাল করা সম্ভব নয়। আমাদের পক্ষ থেকে একজন প্রকৌশলীকে কাজের অনিয়ম দেখভাল করার দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাঈদুর রহমান এর কাছে জানালে তিনি সরেজমিনে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্থ করেন।

http://www.anandalokfoundation.com/