13yercelebration
ঢাকা

তাঁতীবাজারের পূজামণ্ডপে হামলা এবং যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনায় ভারতের উদ্বেগ

Link Copied!

গতকাল শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে ঢাকার তাঁতীবাজারের পূজামণ্ডপে হামলা হয়েছে এবং সাতক্ষীরায় যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

বাংলাদেশে পূজামণ্ডপে হামলা এবং এসব ঘটনা খুবই দুঃখজনক। বেশ কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে যে হামলাকারীরা একই কায়দায় বিভিন্ন জায়গায় মন্দির ও দেব-দেবীদের অবমাননা ও ক্ষতি সাধন করছে। আমরা হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের, বিশেষ করে এই শুভ উৎসবের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেন।

ভারত সরকারের উদ্বেগের বিষয়ে আইজিপি ময়নুল ইসলাম বলেন, ‘এটা নিয়ে তেমন কিছু বলতে চাই না। শুধু বলবো, এটা আমাদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে অন্য কারও উদ্বেগের কিছু নেই। বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নিজস্ব দায়িত্বের অংশ হিসেবে পালন করছি।’

যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদির উপহারের স্বর্ণের মুকুট এখনো উদ্ধার হয়নি। চুরি হওয়া যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহারের স্বর্ণের মুকুটটির সন্ধান শুক্রবার (১২ অক্টোবর) পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়াও চুরির ঘটনায় জড়িত যুবককেও শনাক্ত করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, বৃহস্পতিবার অজ্ঞাত এক যুবক মন্দিরে গিয়ে দেবীর কালীর মাথা থেকে স্বর্ণের মুকুট খুলে নিয়ে যায়।

সাধারণত শনিবার ও মঙ্গলবার পূজার জন্য মুকুটটি মন্দিরে আনা হয়। মুকুটটি বৃহস্পতিবার চুরি হয়ে যায়। উল্লেখ্য, ২০২১ সালের মার্চে শ্রীশ্রী যশোরেশ্বরী মন্দির পরিদর্শনকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই মুকুট দেবী কালির মাথায় পরিয়ে দেন।

http://www.anandalokfoundation.com/