14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাস্থ চরভদ্রাসন উপজেলা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেক্স
December 26, 2021 4:55 pm
Link Copied!

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ঢাকাস্থ চরভদ্রাসন উপজেলা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন এর নতুন কমিটি ঘোষণা করেছেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী। গত ২৪ ডিসেম্বর শুক্রবার এক জরুরি মিটিংয়ে কমিটির বিষয়ে সকলের মতামতের ভিত্তিতে এবং উপদেষ্টা মন্ডলীর অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  বিএস সি অধ্যায়নরত শিক্ষার্থী মোঃরাউফুজ্জামান তপু সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাস্টার্সের শিক্ষার্থী সুজন হোসেন বখতিয়ার কে সাধারণ সম্পাদক ঘোষণা করে মোট ৮৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী। এক বছর মেয়াদে কমিটি ঘোষণা করে এক বিবৃতি প্রদান করেন সংগঠনের সদ্য বিদায়ী কমিটির সাবেক সভাপতি  হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক শাহ আলম।
সংগঠনের নতুন কমিটিকে ঘিরে প্রতিবারের মতো এবারও ছিলো নানান উৎসাহ ও উদ্দীপনা। তাই বরাবরের মতো এবারও কমিটির নতুন নেতৃবৃন্দ ফেসবুকসহ নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভাসছে।সকলেরই একই চাওয়া নতুন কমিটির নেতৃবৃন্দ যেন তারা তাদের যথার্থ দায়িত্ব পালন করতে সক্ষম হয়।
কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃরাউফুজ্জামান তপু  ও সাধারণ সম্পাদক সুজন হোসেন বখতিয়ার সংগঠনের গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় তারা উভয়ই সকলের দোয়া চেয়েছেন। তারা যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এবং সংগঠনকে আরো বেগবান করতে পারেন এ নিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে ১৯৯৯ সালের ১৫ এপ্রিল প্রতিষ্ঠিত ঢাকাস্থ চরভদ্রাসন উপজেলা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন সংগঠনটি দীর্ঘ ২০ বছর যাবৎ উপজেলার শিক্ষার্থীদের কল্যানে কাজ করে আসছে। ঢাকায় বসবাসরত চরভদ্রাসন উপজেলার শিক্ষার্থীদের নিয়েই এই সংগঠন।বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কল্যাণসহ শিক্ষার অগ্রগতির লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে এ সংগঠনটি।
http://www.anandalokfoundation.com/