আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খো খো খেলোয়াড়দের দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবাার দুপুর ১২টায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তভ্য দেন, বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল। এছাড়াও বক্তব্য দেন, বাংলাদেশ খো খো ফেডারেশনের সহ সভাপতি ও প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কারী এসএম হাবিবুর রহমান, জাতীয় মহিলা দলের কোচ সাইদুল হক, নির্বাচক প্রশিক্ষক কাজী এবিএম ইমরান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এসএম মঈন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিভাবান খো খো খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
দুই দিনব্যাপী খো খো প্রশিক্ষণ কর্মসূচিতে বগুড়া, দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে ৬০ জন প্রতিভাবান খেলোয়ার অংশ নেয়।