সুজন পাল নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহামন নোয়াখালী জেলার সেরা ওসি নির্বাচিত হয়েছে।
পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য দেখিয়ে ৮ পুলিশ অফিসার সেরা নির্বাচিত হয়। সভায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, ওয়ারেন্ট তামিলকারী অফিসার চাটখিল থানার এএসআই মো. জাকির হোসেন, শ্রেষ্ঠ এএসআই সোনাইমুড়ী থানার মো. আল আমিন, সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার সোনাইমুড়ী থানার এএসআই মো. আল আমিন, শ্রেষ্ঠ ডিবি অফিসার নোয়াখালীর এসআই মো. জাকির হোসেন, শ্রেষ্ঠ ডিবি ইউনিট হিসেবে নোয়াখালী ডিবি ইউনিট, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার কবিরহাট থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং এস এম বাকী বিল্লাহ চাটখিল থানা’র নাম ঘোষণা করা হয়। সভায় নোয়াখালী জেলা পু্লিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।