ছ’বছরের বেশি সময় ধরে কাকপক্ষীও দেখতে পায়নি তাঁকে। গোয়েন্দাদের দাবি, পাকিস্তানের মাটিতে যে জেহাদিরা গত কয়েক বছরে প্রশিক্ষণ নিতে গিয়েছে তারাও এক বারও দেখতে পায়নি মৌলানাকে। তবে সবটাই চলে তার নামে। ভারতীয় গোয়েন্দাদের একটা অংশের দাবি, জইশের মাথা মৌলানা মাসুদ আজাহারের দু’টি কিডনিই বিকল। নিয়মিত ডায়ালিসিস করতে হয়। কার্যত শয্যাশায়ী ষাট ছুঁই ছুঁই মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি নেতা।
তা হলে পাঠানকোটে বায়ুসেনা ছাউনিতে হামলা থেকে শুরু করে নাগরোটা সেনা ছাউনিতে ফিদায়েঁ হামলা, পুলওয়ামা তেই গত অগস্ট মাসের আত্মঘাতী হামলা এবং গত বৃহস্পতিবারে কনভয়ে হামলার পিছনে মূল মাথা কে?
সেই মাসুদের হয়ে গত প্রায় দশ বছর ধরে সমস্ত ‘অপারেশন’ সামলাচ্ছে তার ভাই রউফ। ১১ জন ভাইবোনের মধ্যে ছোট রউফ দাদার হাত ধরেই নাম লেখায় তালিবান শিবিরে। দীর্ঘ দিন সে ‘মুজাহিদ’ হিসেবে আফগানিস্তানে সোভিয়েত সেনার সঙ্গে লড়েছে। নিজে যেমন বিস্ফোরক বিশেষজ্ঞ তেমনই যে কোনও অপারেশনের ছক তৈরিতেও তার দক্ষতা রয়েছে।