স্টাফ রিপোর্টার বেনাপোল: বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে বিপুল পরিমান ভারতীয় ঔষধ আটক করেছে ।
শনিবার বিকাল ৫ টার সময় ভারত থেকে আগত বাংলাদেশী একজন পাসপোর্টযাত্রীর নিকট থেকে এ ঔষধ আটক করে কাস্টমস ।
চেকপোষ্ট কাস্টমস ইন্সপেক্টর আনিছুর রহমান বলেন, জনৈক পাসপোর্টযাত্রীর ল্যাগেজ থেকে দামি উন্নত মানের ঔষধ উদ্ধার হয়। উদ্ধারকৃত ওষুধ বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে। আমদানি নিষিদ্ধ ঔষধ ওই পাসপোর্ট যাত্রী ভারত থেকে তার ব্যাগে করে নিয়ে আসছিল। এসময় স্কানিং ম্যাশিনে তার ব্যাগে থাকা ঔষধ ধরা পড়ে।