13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চীন থেকে আরো বেশি কারিগরি ও আর্থিক বিনিয়োগ প্রত্যাশা যুব ও ক্রীড়া উপদেষ্টার

পিআইডি
November 12, 2024 6:06 am
Link Copied!

চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগী। আমরা চীন থেকে আরো বেশি কারিগরি সহযোগিতা, বৈশ্বিক বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং আর এম জি সেক্টরে বিনিয়োগের প্রত্যাশা করছি। বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

১১ নভেম্বর সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন (Yao Wen) সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, খেলার মান উন্নয়নে স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কার্যক্রম চলমান। আমরা একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছি, যেখানে দেশের ৫৫টি ফেডারেশন একই জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই প্রকল্পে চীনের কারিগরি এবং আর্থিক বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ।

এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, চীন-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করতে চায় চীন। তিনি চীনের ক্রিকেট দলের উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করেন।

http://www.anandalokfoundation.com/