13yercelebration
ঢাকা

কোটালীপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের পুত্র ইয়াবাসহ আটক

Rai Kishori
September 2, 2021 3:33 pm
Link Copied!

মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে কোটালীপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের পুত্রসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ৪০পিস ইয়াবা উদ্ধার করা হয় যাহার আনুমানিক মূল্য ১২,০০০/-টাকা।

সোমবার (৩০ আগস্ট) সকাল পৌনে এগারোটায় কোটালীপাড়ার ডিবি পুলিশের অভিযানে ঘাঘরকান্দা গ্রামস্থ জনৈকা জহুরা বেগমের বসত বাড়ীর উঠান থেকে ৪০পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক আসামী হলেন, কোটালীপাড়া উপজেলাস্থ ঘাঘরকান্দা গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবর হাওলাদারের পুত্র শাওন হাওলাদার(২৪) ও দক্ষিণ কায়েখা গ্রামের চাঁদ মিয়া গাজীর পুত্র রনি গাজী(২২)।

এজাহারে জানা যায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখার অপরাধে ধারা ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রজু করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ জানান,উদ্ধারকৃত আলামতের মূল্য ১২,০০০/- টাকা। এ সংক্রান্তে এস,আই,রনী কুমার সাহা বাদী হয়ে কোটালীপাড়া থানায় এজাহার দায়ের করে।

এস আই রনী কুমার সাহার একটা চৌকস টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

http://www.anandalokfoundation.com/